ভাঙাচোরা-নড়বড়ে সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরঠিকা-চরবসু সড়কের ভুলুয়া নদীর ওপর নির্মিত সেতুটির পাটাতন ও রেলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা ও নড়বড়ে এ সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি চলাচল করছে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থী এবং ৪ উপজেলার কয়েক হাজার পথচারীসহ ছোট-বড় অনেক যানবাহন। এতে যেকোন মুহূর্তে সেতুটি ভেঙে যাতায়াত বন্ধসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা সদরের হাজিরহাট, করুনানগর, ফজুমিয়ারহাট ও চরবসু যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ চরঠিকা-চরবসু সড়কের ভুলুয়া নদীর ওপর প্রায় দুই যুগ আগে এ সেতুটি নির্মিত হয়। ৪০ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের এ সেতুটি দিয়ে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিসহ পার্শ্ববর্তী নোয়াখালীর সদর ও সুবর্ণচর উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। প্রতিদিন চলাচলের জন্য সেতুটি ব্যবহার করতে হয় ৪টি কলেজ, ৩টি বিদ্যালয় ও একটি মাদ্রাসার কয়েকশ’ শিক্ষার্থীকে। এছাড়া, যাত্রীবাহী পরিবহন ও কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যবাহী অনেক যানবাহনের যাতায়াতও এ সেতুটি দিয়ে। প্রায় ৬ বছর আগে জনগুরুত্বপূর্ণ এ সেতুটিতে ভাঙন দেখা দেয়। সেতুটির পাটাতন ও রেলিংয়ের কংক্রিট খসে রড বেরিয়ে যায়। ইতোমধ্যে বেশির ভাগ অংশের রেলিং ভেঙে নিচিহ্ন হয়ে গেছে এবং পাটাতনের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে নড়বড়ে এ সেতুটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। বটতলী এলাকার বাসিন্দা আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী মো. সোহেল জানান, প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ সেতুটি পার হয়ে তাকে কলেজে আসা-যাওয়া করতে হয়। তাছাড়া স্থানীয় শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফজুমিয়ারহাট স্কুল এন্ড কলেজ, মাতাব্বরনগর দারুচ্ছুন্না আলিম মাদ্রাসা, চরজাঙ্গালীয় এসসি উচ্চবিদ্যালয়, তোয়াহা-ই আইয়ুব মহিলা কলেজ ও হাজিরহাট উপকূল সরকারি কলেজসহ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ এ সেতু ব্যবহার করতে হয়। শিক্ষার্থীদের জীবনের কথা চিন্তা করে হলেও ঝুঁকিপূর্ণ এ সেতুটির জায়গায় নতুন একটি সেতু নির্মাণের দাবি তার। স্থানীয় কৃষক জসিম বেপারী, আবদুস সহিদ ও ইউছুফ মাঝী জানান, উৎপাদিত কৃষিপণ্য বাজারে তুলতে তারা এ সেতুটি ব্যবহার করছেন। কিন্তু ঝুঁকিপূর্ণ এ সেতুটি যেকোন মুহূর্তে ভেঙে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হবেন। চরকাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. খোকন পাটওয়ারী জানান, ‘সেতুটি ভাঙাচোরা হওয়ার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ওই সেতুটি পার হয়েই তাকে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে হচ্ছে।’ তিনি আরও জানান, ‘সরকার দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বড় বড় অনেক সেতু নির্মাণ করছে। এ এলাকার হাজারো মানুষের কথা চিন্তা করে এখানে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছি।’ কমলনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, ‘ঝুঁকিপূর্ণ ওই সেতুটির স্থলে ৫০ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৫ মিটার প্রস্থের একটি নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা পাঠিয়েছেন। প্রকল্পটি অনুমোদন হলে সেখানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। Share this:FacebookX Related posts: কুমিল্লার দেবিদ্বারে দীর্ঘ ৮ বছর ধরে ভেঙে আছে সেতু ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন বর্ষার শুরুতেই কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গণ কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২ দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ঝুঁকি নিয়ে চলাচলভাঙাচোরা-নড়বড়েসেতু