ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা সংলগ্ন জায়গা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. জালাল উদ্দিন (৪৩) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের বাসিন্দা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। সে সময় জালাল উদ্দিন নামের এক মাদক কারবারীকে আটক করে। তার নিকট থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করেছে।