ধোবাউড়ায় ভারতীয় চিনি জব্দ,আটক ৩

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রলীগের এক নাম্বার যুগ্ম আহবায়ক আল আমিন ফকির এর গোডাউন থেকে চোরাইপথে আসা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। এসময় এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আল আমিন ফকিরসহ চারজনের নামে মামলা হয়েছে।

গত ২১ মে রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ধোবাউড়া থানার গোয়াতলা বন্দর এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ৩০ বস্তা ভারতীয় চিনিসহ তাদের আটক করে। আটককৃতদের মধ্যে একজন ধোবাউড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাফায়েত হোসেন (২৫)। অন্যরা হলেন, গোয়াতলা বাজারের আসাদুল বেপারী (৩২), গোবিন্দপুর মোড়লপাড়ার রাসেল মিয়া (২১) ।

আসামিদের বিরোদ্ধে ধোবাউড়া থানা মামলা হয়েছে।এ ব্যাপারে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন,ডিবি বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেছে।