স্থায়ী বহিষ্কার হচ্ছে ঢাবির ৬৩ শিক্ষার্থী! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৩ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘৮৭ জনের বিরুদ্ধে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। এর মধ্যে ৬৩ জনকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। ৯ জনকে আগেই সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এছাড়া এর আগে ভর্তি জালিয়াতির অভিযোগে ১৫ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তাদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল।’ তিনি আরও বলেন, বিভিন্ন সময় ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না-তা জানতে শোকজ নোটিশ দেয়া হয়েছে। মুহসীন হলে অস্ত্রসহ আটক হওয়া চারজনকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুজনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এ বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। Share this:TwitterFacebook Related posts: কাল পরীক্ষায় বসছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী যোগ্য মানুষ গড়ে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স ‘করোনা পরিস্থিতি দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে’ মির্জাপুর ক্যাডেট কলেজে বিজ্ঞানের সবাই জিপিএ-৫ পেয়েছে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৯৯৩ কোটি টাকা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে অনুমোদন নিতে হবে এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি পরীক্ষা নিয়েই বিদ্যালয়ে ভর্তি করাতে চান প্রতিষ্ঠানের প্রধানরা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে আরেক দফা বাড়ল ছুটি মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ এপ্রিল, ডেন্টালে ৩০ এপ্রিল SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: স্থায়ী বহিষ্কারn ঢাবির ৬৩ শিক্ষার্থী!