গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে কিশোর নিহত

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের তললী কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসিফ (১৫) ওই গ্রামের মোহাম্মদ জহুর উদ্দিনের ছেলে ও স্থানীয় আনোয়ার হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো।

জানা যায়, বিকেলে বাড়ির পাশের মাঠে অন্য ছেলেদের সঙ্গে আসিফ ফুটবল খেলছিল। সে সময় ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়। এতে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। অন্য এক কিশোর গুরুতর আহত হয়। পরে স্বজনরা এসে আসিফের লাশ উদ্ধার করে আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।