বিয়েতে রাজি না হওয়ায় তরুনীর মুখে এসিড নিক্ষেপ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : মৌলভীবাজার জেলার রাজনগর থানায় যুবতীর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় মূল হোতা লাল চান বাউরী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। সোমবার বিকেলে রাজনগর থানাধীন চান্দভাগ চা বাগানে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়।সে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ চা বাগানের মৃত অনিল বাউরীর ছেলে। এ ঘটনায় ভাগ্যরানীর ভাই রতন কুমার বাউরী বাদী হয়ে লালচান বাউরীকে অভিযুক্ত করে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা যায়,রাজনগর উপজেলার চান্দভাগ চা বাগানের লাল চান বাউরী একই চা বাগানের মৃত রবিলাল বাউড়ির মেয়ে ভাগ্যরাণী বাউড়িকে (১৮) পছন্দ করতো ও রাস্তাঘাটে উত্যক্ত করত। কিছুদিন আগে লাল চান বাউরী ভিকটিমের পরিবারেকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়ের প্রস্তাবে সাড়া না দেয়ায় লাল চান বাউরী মেয়েটির উপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনার জেরে গত ১৪ মে রাত সাড়ে ৯টায় ভিকটিম ভাগ্যরাণী বাউরী রান্না করার সময় অভিযুক্ত লালচান বাউরী সিরিঞ্জের ভেতর এসিড ভরে ঘরের টিনের বেড়ার ছিদ্র দিয়ে ভাগ্যরানীর উপর নিক্ষেপ করে। এতে ভাগ্যরাণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়।রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে ভিকটিম ভাগ্যরানী বাউরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গ্রেফতারকৃত আসামি লাল চান বাউরী প্রাথমিকভাবে এসিড নিক্ষেপের দায় স্বীকার করেছে। Share this:FacebookX Related posts: গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামি আটক প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে যুবক গ্রেফতার সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য আটক নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশি মদের চালানসহ বিশম্ভপুরে মাদক কারবারী আটক শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার কারেন্ট জাল জব্দের ঘটনায় বিক্রেতাকে দণ্ড ভয়ংকর প্রতারক ইমাম হোসেন গ্রেফতার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামী আটক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার বিদেশি মদসহ আটক ১ SHARES Matched Content অপরাধ বিষয়: এসিডতরুনীরনিক্ষেপবিয়েতেমুখেরাজি না হওয়ায়