বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে জসিম হাওলাদার (৪৩) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর একটি দল। বৃহস্পতিবার (১১ মে) ভোরে র্যাব-১০ এর একটি টিমের সহায়তায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত জসিম হাওলাদার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে ও ধর্ষীতার চাচাতো ভাই। বৃহস্পতিবার (১১ মে) বরিশাল র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ১৮ অক্টোবর কর্নকাঠি গ্রামে স্কুলছাত্রী চাচাতো বোনকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন জসিম। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২৫ অক্টোবর মেট্রোপলিটন বন্দর থানায় দুই জনের নাম উল্লেখ করে মামলা করেন। একই বছরের ৩১ ডিসেম্বর বন্দর থানার এসআই মো. আলমগীর হোসেন মামলায় জসিমকে একমাত্র আসামি হিসেবে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। তবে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দুইজনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করেন। মামলার ১১ বছর পর গত ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামি জসিমের অনুপস্থিতি যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করার আদেশ দেওয়া হয়। এদিকে, রায়ে ধর্ষণে সহায়তায় অভিযুক্ত একই এলাকার আবদুল কুদ্দুস হাওলাদারকে খালাস দেওয়া হয় বলে জানান আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ। র্যাব-৮ এর ১নং সিপিএসসির কমাণ্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জসিম। পরিবারের সঙ্গেও কোনো প্রকার যোগাযোগ রাখেননি। রায় ঘোষণার পর র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। পরে র্যাব-১০ এর সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (১০ মে) রাত সাড়ে ১২টার দিকে জসিমকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার (১১ মে) বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। Share this:FacebookX Related posts: স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুক লাইভে উল্লাস গ্রেপ্তার-৪ আগৈলঝাড়ার স্কুলছাত্রী ঈশ্বরদী থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার বরিশালে ফেনসিডিলসহ গ্রেফতার ৫ বরিশালে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩ গাজীপুরে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী ৪ জন রিমান্ডে ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ-হত্যা: প্রেমিক পার্থ গ্রেফতার বরিশালে জেল হত্যা দিবস পালিত বোরহানউদ্দিনে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন SHARES Matched Content অপরাধ বিষয়: আসামি আটকধর্ষণবরিশালেমামলারস্কুলছাত্রী