গোয়ালন্দে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

অনলাইন ডেস্ক ; রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সে উপজেলার নবু ওছিমদ্দিন পাড়ার বাদল মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (১০)।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরের গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে আলাপকালে জানা যায়, মিরাজ দুপুরের পর বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তারপর তাকে খুজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে খোঁজাখুঁজি করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

গোয়ালন্দ ফায়ারস্টেশন অফিসার আব্দুর রহমান জানান, আমরা আজ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় জানতে পারি নব ওছিমদ্দিনপাড়া এলাকায় স্কুল শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা ডুবুরী সহ একটি দল পুকুর থেকে শিশুকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে কর্মরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।