ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও নারী নিহত

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মে ১১, ২০২৩

অনলাইন ডেস্ক ; ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের আটলিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্রানচালক ও নারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার গোপালপুর-কালীগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার হাজী ডাঙ্গা গ্রামের আত্তাব আলীর ছেলে ভ্যানচালক সাদেকুল ইসলাম (৫০) ও চান্দুয়ালী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পিংকি খাতুন (২৮)।

স্থানীয়রা জানান, ভ্যানচালক ৪ জন যাত্রী নিয়ে আটলিয়া বাজার থেকে চান্দুয়ালী যাচ্ছিলো ভ্যানটি। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি সার বোঝায় ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিংকি খাতুন নিহত হয়। আহত হয় ভ্যানচালক সাদেকুল ইসলাম।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। বাজার গোপালপুর পুলিশ ফাড়িঁর ইনচার্জ উত্তম রায় ঘটনা নিশ্চিত করে করেন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে তিনি আরো জানান।