আজ মাঠে নামছে বাংলাদেশ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; বিশ্বকাপের চিন্তা মাথায় রেখেই জয়ের সংস্কৃতি ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আজ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও স্পষ্ট বলে দিয়েছেন, জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা। তিনি বলেন, ‘বিশ্বকাপের (ভারতে অনুষ্ঠেয়) সঙ্গে এখানকার কন্ডিশনের কোনো মিল নেই। তাই এই সিরিজে আমরা বিশ্বকাপের দল খুঁজছি না। তবে জয়ের লক্ষ্যেই মাঠে নামব।’দলে রয়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। যাদের জন্য এই সিরিজটাকে দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন কোচ হাথুরু। তিনি বলেন, ‘অবশ্যই ওদের জন্য দারুণ সুযোগ। ভিন্ন কন্ডিশনে ভালো খেললে ওদের ওপর সবার বিশ্বাস আরো বাড়বে। ওরা নিজেরাও নিজেদের সামর্থ্য সম্পর্কে জানতে পারবে।’ তবে দলীয় সূত্রে যা জানা যাচ্ছে, তাতে আপাতত সুযোগটি পাচ্ছেন শুধু তাওহিদ হৃদয়ই। সাত নম্বরে মেহেদী হাসান মিরাজকে রেখে এই তরুণকে মিডল অর্ডারে রেখেছেন কোচ। মিরাজের ওপর বেশ আস্থা আছে হাথুরুর। তিনি বলেন, ‘টেস্ট এবং ওয়ানডেতেও সেঞ্চুরি আছে মিরাজের। একজন জেনুইন অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছে সে।’ অলরাউন্ডার হিসেবে সঙ্গে আছেন সাকিব আল হাসান। এমন দুজন অলরাউন্ডার থাকায় বাড়তি ব্যাটারের সঙ্গে পেসার ভারী বোলিং আক্রমণও সাজাতে পারছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের চেয়ে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। হেড টু হেডে ৯-২ ব্যবধানে এগিয়ে। কিছুদিন আগেই ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে তামিম ইকবালের দল। যদিও ৯ দিন আগে চেমসফোর্ডে পা রাখার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ দল। এত আগে মূল ভেন্যুর এত কাছে হোটেল, তবু গতকালই প্রথম ম্যাচের মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে হাতুরাসিংহে তার বিরক্তি আড়াল করেননি, ‘কাউকে দোষ দিচ্ছি না। তবে সূচি এমন জানলে আমরা ভিন্ন কিছু ভাবতাম। এটা ঠিক হয়নি। যে রকম প্রস্তুতির কথা ভেবেছিলাম, সেটা হয়নি।’ বাংলাদেশ জয় নিয়ে ভাবলেও কাজটা কঠিনই হবে। কারণ, চেমসফোর্ড ঢাকা কিংবা চট্টগ্রামের মাঠ নয়। বিশেষ দুটি উইকেট এই সিরিজের জন্য এসেক্স কাউন্টির কিউরেটরকে তৈরি করতে বলেছে আইরিশরা। সেই দুটি উইকেটে যেন ঘাসও থাকে। হাতুরুসিংহে উইকেট দেখে এসে নিশ্চিত করেছেন, ‘উইকেটে ঘাস আছে।’ তার ওপর আছে ইংল্যান্ডের গ্রীষ্ম শুরুর আবহাওয়া। আর আয়ারল্যান্ডের সঙ্গে হারের সম্ভাব্য প্রত্যাঘাত তো জানাই আছে বাংলাদেশ দলের। Share this:FacebookX Related posts: শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তান সফর দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান আগামী বছর বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের জন্মদিন আজ লিটন-শান্তর পরে তামিমকেও হারাল বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ কর্নওয়ালের ঘূর্ণিতে ২৯৬ রানে অলআউট বাংলাদেশ অপরাজিতই থেকে গেলেন মুশফিক, ৩৬৫ রানে অলআউট বাংলাদেশ মালদ্বীপকে হারালেই ফাইনালে বাংলাদেশ ভুটানের জালে ৮ গোলে ফাইনালে বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ SHARES Matched Content খেলাধুলা বিষয়: আজ মাঠেনামছেবাংলাদেশ