সিরাজগঞ্জে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ৫, ২০২৩

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বগি দুটি উদ্ধার হওয়ার পর শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল চলতে শুরু করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিফ ট্রেন আসার পর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটির উদ্ধার কাজ শেষ হয়।

এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেন আসার পর কিছু পণ্য খালাস করা হয়। লাইন পরিবর্তন করার সময় স্টেশনের পশ্চিমে তিন নম্বর লাইনের ওপর দুটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ থাকে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ে পড়ে পশ্চিমাঞ্চল রেল। ঢাকাগামী উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।

ভোগান্তিতে পড়ে এর যাত্রীরা।এদিকে বিষয়টি তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেল সূত্র জানায়, এর কারনে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর স্টেশনে । চিত্রা এক্সপ্রেস ট্রেন পাবনার চাটমোহর স্টেশনে, একতা এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের জামতৈল স্টেশনে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনে, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন স্টেশনে, পদ্মা এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর স্টেশনে ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে অপেক্ষমান থাকে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিলিফ ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছায়। এরপর ৪২ মিনিটের চেষ্টায় রাত ৮টা ১২ মিনিটে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করা হয়। বগি দুটি উদ্ধার করেই পার্শ্ব রাস্তায় সরিয়ে দিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখন উভয় পাশে অপেক্ষায় থাকা ট্রেনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে চলে যাবে।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসিম কুমার তালুকদার এক প্রশ্নের উত্তরে বলেন, গাফিলতি না থাকলে এমন দুর্ঘটনা ঘটবে কেন। দুর্ঘটনায় দায়ী কে, বা কারা কাদের গাফিলতিতে এটি ঘটলো সেটির কারণ অনুসন্ধান করা হবে।

তিনি আরও জানান, বিভাগীয় পর্যায় থেকে বিষয়টি তদন্তে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন কে প্রধান করে চার সদস্য বিশিষ্ট কমিটি কওর দেয়া হয়েছে তারা দ্রুত সময়ের মধ্যে কারন অনুসন্ধান করে রিপোর্ট দিবেন। কেও দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।