কক্সবাজারে গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় বিস্কুটের কাটুনে করে পাচার করার সময় ৮শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঠান্ডারপাড়ার খাতুনে জান্নাত স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা সংলগ্ন বেলালের মুদির দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডারপাড়া এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন (৪০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার বাসিন্দা আল আমিন (৩২)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠান্ডারপাড়ার খাতুনে জান্নাত স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা সংলগ্ন বেলালের মুদির দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কারবারের সাথে জড়িত দুজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে দোকানে রক্ষিত বিস্কুটের কাটুনে রাখা ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বলেন,মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পরে তাদের দেয়া তথ্য মতে বেলালের মুদির দোকান থেকে বিস্কুটের কাটুনে কাগজ মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে ধৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।