খাগড়াছড়িতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় রাস্তার পাশ থেকে রাহুল কর্মকার(৩৩) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার সকাল ৯টায় দীঘিনালা থানা পুলিশ জামতলী সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে । নিহত রাহুল কর্মকার উপজেলার বোয়ালখালী ইউনিয়নের সুধীর মেম্বারপাড়া এলাকার মৃত তপন কর্মকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায়,পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পার্শ্ববর্তী দোকানদার মাইকেল দাশ জানান,মঙ্গলবার দিবাগত রাত ৯টায় আমার দোকান থেকে খিলি পান কেনেন রাহুল কর্মকার। আমার সামনেই রাহুলের স্ত্রী বাড়ী যাওয়ার জন্য ফোন করেছিল। সে বাড়ী যাচ্ছে বলে দোকান থেকে চল যায়। এ ব্যাপার নিহতের স্ত্রী রুপা কর্মকার জানান, মঙ্গলবার রাত ৯টায় ফোনে কথা হয়েছিলো, সে বলেছে বাড়ী আসতেছে। পরে রাত বারোটা থেকে মোবাইল ফোন বন্ধ ছিলো। নিহতের ছোট ভাই জীবন কর্মকার জানান, রাত ১২টায় বাড়ী না আসায় খোঁজ নিতে থাকি। সকালে একজন রাস্তার পাশে লাশ পড়ে আছে এমন খবর পেয়ে এসে শনাক্ত করি। তিনি দাবি করেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। Share this:FacebookX Related posts: খাগড়াছড়িতে বিনম্র শ্রদ্ধায় ২১ ফেব্রুয়ারী উদযাপন খাগড়াছড়িতে বিজিবি – গ্রামবাসী সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত-৪ খাগড়াছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা মূলক কর্মসূচি খাগড়াছড়িতে সিএনজি চালিত অটোরিক্সায় ভাড়া নিয়ে চরম নৈরাজ্যতা খাগড়াছড়িতে ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট হাজারো গ্রাহক! খাগড়াছড়িতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী খাগড়াছড়িতে থামছেইনা অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলন খাগড়াছড়িতে সেনা অভিযানে ৬ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ খাগড়াছড়িতে রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাটিরাঙ্গায় অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ইউপিডিএফের সড়ক অবরোধ খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর “সেতু” উদ্ভোধন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: এক ব্যক্তিরখাগড়াছড়িতেমরদেহ-উদ্ধার