আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : দেশের জ্বালানির চাহিদা মেটাতে আরও ৪ কার্গো (এক কার্গো ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ২ হাজার ১৪ কোটি টাকা। তিন কার্গো এলএনজি আসবে সিঙ্গাপুর থেকে, বাকি এক কার্গো সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি।

বুধবার এলএনজি আমদানির চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, সভায় মোট ১৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে স্পট মার্কেট থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চার কার্গো এলএনজি আমদানি করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এসব এলএনজি আমদানি করা হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে গ্যাস সংকটের কারণে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির উদ্যোগ নেয় সরকার। সে অনুযায়ী, এ বছর দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে ৫৬ জাহাজ এবং স্পট মার্কেট থেকে আরও ১২ জাহাজ এলএনজি আমদানি করা হবে।