নিম্ন আদালত থেকে প্রথম আলো সম্পাদকের জামিন

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে পাওয়া আগাম জামিনের জামিননামা দাখিল করেন।এদিন আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিননামা গ্রহণ করেন।

এরআগে গত ২ এপ্রিল হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পান মতিউর রহমান।

বুধবার আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন বহাল রাখেন। একইসঙ্গে সিএমএস আদালত থেকে মামলার মূল নথি তলবপূর্বক ওইদিন জামিন বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেন৷

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ মামলায় মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।