কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসি

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৩

অনলাইন ডেস্ক : কুমিল্লায় কলেজ শিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

বিষয়টি জানিয়েছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

মোট নয় আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আর একজন মামলা বিচারাধীন সময়ে মারা গেছে।