ব্রহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ স্টাফ রিপোর্টার : ব্রহ্মণবাড়িয়ার সদর থানাধীন মজলিশপুর এলাকা থেকে ২৪২ পিস ইয়াবা’সহ ০১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক জন মাদক ব্যবসায়ী নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩/০১/২০২০ ইং তারিখ ১০.১৫ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন মজলিশপুর সাকিনস্থ ধৃত আসামী মহসিন এর বসতবাড়ী অভিযান পরিচালনা করে ১। মহসীন (৩৮), পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-মজলিশপুর (পশ্চিমপাড়া), থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে (ক) ২৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং (খ) মাদক বিক্রির নগদ-১৪,৩০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। Share this:FacebookX Related posts: ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক বিজয়নগরে স্কাফ ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বেগমগঞ্জে ইয়াবাসহ দু’জন আটক ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবাসহব্রহ্মণবাড়িয়ায়মাদক ব্যাবসায়ী আটক