বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৩

অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘি উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দুইল ব্রীজের কাছে মোটর সাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্র নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লক্ষীকোলোর সাতিয়ান গ্রামের লোকমান আলী (৭৪) এবং তার ছেলে জাহিদুর রহমান(৫০) ।

আদদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, ‘শনিবার সকাল সাড়ে ৯ টায় একটি মোটর সাইকেলে করে পিতা-পুত্র নওগাঁ থেকে আদমদীঘির দিকে যাচ্ছেল । বিপরিত দিক থেকে একটি ইষ্ট ট্রাষ্ট অন লাইন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো ম- ১১ -৬৭ ৮৬ ) আদমদীঘি থেকে নওগাঁর দিকে যাবার সময় আদমদীঘির ইন্দুইল ব্রীজের কাছে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় মোটর সাইকেল আরোহী আদমদীঘি উপজেলার লক্ষীকোলোর সাতিয়ান গ্রামের লোকমান আলী ছেলে জাহিদুর রহমান(৫০) ঘটনা স্থলে মারা যায়। তার পিতা লোকমান আলী (৭৪) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের হাসপাতালে নেয়ার পর মারা যায়।’

মোটর সাইকেল ও কাভার্ড ভ্যান আদমদীঘি থানায় আটক আছে। আদমদীঘি থানার এস আই মো: তারেক হোসেন জানান , দুর্ঘটনায় নিহতদের মরদেহ মেডিকেল কলেজ হাসপাতলে রাখা আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।