চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের উপ-নির্বাচনে বিজয়ী আশরাফুল হক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ ফয়সাল আজম অপু,বিশেষ প্রতিনিধি : সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আশরাফুল হক মতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৫২০৯ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মো. নুরুল ইসলাম নুরু মিঞা পেয়েছেন ৪৬২৯ ভোট এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজ আলম বাবলু ২০৬৩ ভোট পেয়েছেন। উল্লেখ্য, সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঝিলিম ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ৮’শ ৫২। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৯ এবং পুরুষ ভোটার ৮হাজার ৮’শ ৪৩ জন। মোট ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইউপি চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করলে চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বেসরকারি ফলাফলে নির্বাচিত হওয়ার পর ঝিলিম ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত মুখ শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মো. আশরাফুল হক মতু। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা চাঁপাইনবাবগঞ্জের ২ পুলিশ সদস্য পেলেন বিপিএম পুলিশ পদক চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিরল প্রজাতির হরিণ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content দেশের খবর বিষয়: উপ-নির্বাচনচাঁপাইনবাবগঞ্জঝিলিম ইউনিয়নবিজয়ী আশরাফুল হক