গোয়ালন্দে বজ্রপাতে মৃত্যু

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

অনলাইন ডেস্ক ; রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হামিদ মেম্বার হাট এলাকায় খেতে করোলা তুলতে গিয়ে সাহিদুল মৃধা (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

তিনি উপজেলা দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার জামাল মৃধার ছেলে।

দৌলতদিয়া নয় নম্বর ওয়ার্ডের মেম্বার জলিল মোল্লা বলেন, মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে আহত হয় সহিদুল মৃধা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই ওই যুবকের মৃত্যু হয়।