জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩ অনলাইন ডেস্ক ; জাপানি ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে টোকিওর একটি হোটেলে বাছাই করা জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়িক পরিবেশের উন্নতি অব্যাহত রাখবো এবং বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করব।’ বাংলাদেশে ক্রমবর্ধমান জাপানি ব্যবসা ও বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মহামারির চাপের মধ্যেও বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো চার বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।’ শেখ হাসিনা বলেন, ‘বিগত কয়েক বছরে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানির সংখ্যা ক্রমাগত বেড়েছে, বিশেষ করে ২০১৪ সালে দুই দেশে যখন ‘ব্যাপক অংশীদারত্ব’ এবং বিগ-বি উদ্যোগে প্রবেশ করি।’ আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি নিশ্চিত জাপানি ব্যবসায়ীরাও এই ক্রমবর্ধমান এই ধারা অনুসরণ করছেন এবং তারা তাদের বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ করবেন, বাংলাদেশে নতুন ব্যবসা খুলবেন।’ তিনি বলেন, ‘টোকিওতে আমাদের দূতাবাস বাংলাদেশে আপনার উদ্যোগকে সহযোগিতা করতে এবং সহজতর করতে প্রস্তুত।’ জাপানি ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বাংলাদেশে জাপানি বন্ধুদের ব্যবসায়িক প্রচেষ্টাকে সহযোগিতা করতে আগ্রহী।’ তিনি বলেন, ‘গত পাঁচ দশকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টান্তমূলক ফল দেখে আগামী বছরগুলোতে বাংলাদেশে জাপানের বড় উদ্যোগ প্রত্যাশা করছি।’ ইতোমধ্যে জাপানি কোম্পানিগুলোর উত্থাপিত বেশ কিছু নিয়ন্ত্রক ও নীতিগত সমস্যা সমাধান করার কথা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের উদার বাণিজ্য নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ ব্যবস্থা সবচেয়ে উদার। প্রতিযোগিতামূলক খরচ, প্রচুর মানবসম্পদ, উচ্চ ক্রয়ক্ষমতা, বিশাল অভ্যন্তরীণ ভোক্তা বাজার এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত থাকায় বাংলাদেশ দ্রুত বিনিয়োগের অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য হিসেবে আবির্ভূত হচ্ছে।’ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার উন্নত করার মাধ্যমে এই অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে বাংলাদেশের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা সারাদেশে অর্থনৈতিক অঞ্চল হাই-টেক/সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের কেন্দ্র হিসেবে নিজেকে স্থাপন করার জন্য একটি পরিকল্পিত অবকাঠামোগত ভিত্তি তৈরি করছে।’ অনুষ্ঠানে জাপানের শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। Share this:FacebookX Related posts: রিজার্ভ চুরির মামলায় হেরে গেল বাংলাদেশ করোনায় অর্থনীতির নেতিবাচক প্রভাব তুলে ধরলেন প্রধানমন্ত্রী এবারের বাণিজ্য মেলার আসর বসছে না ১৭ মার্চ ২৭ রমজানের মধ্যে বেতন-বোনাস দেয়ার নির্দেশ ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ১১ মাসের মধ্যে বেশি রেমিট্যান্স এলো এপ্রিলে ব্যবসায়ীরা কথা রাখেনি: বাণিজ্যমন্ত্রী সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা স্বর্ণের দাম কমলো আমানতের টাকা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ডলার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আরও বিনিয়োগের আহ্বানজাপানিবাংলাদেশেব্যবসায়ীদের