‘শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ্বাসী’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘শেখ হাসিনার সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সরকার ভাল না হলে দেশের মানুষ ভাল থাকতে পারে না। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ সুখে, শান্তিতে বসবাস করছে।’ সোমবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার দেশের মানুষের উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সারাদেশের ন্যায় এই সরকারের আমলে মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে।’ উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ। এ সময় দুটি স্থানে ৫ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। Share this:FacebookX Related posts: No related posts. SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: ‘শেখ হাসিনাকথায় নয় কাজে বিশ্বাসী'সরকার