গোটা দেশই এখন কারাগার: রিজভী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশই এখন কারাগার। বর্তমানে মানুষের কোন অধিকার নাই। ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই। তিনি বলেন, গণতন্ত্রের মুক্তি মিললেই মানুষ সকল অধিকার ফিরে পাবে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গণমাধ্যমের সামনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছি। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সাড়ে চার মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন রুহুল কবির রিজভী। কারাগার থেকে মুক্তির পর বিকেল ৫টা ৪০ মিনিটে বাসায় পৌঁছান রিজভী। সর্বশেষ মানহানির অভিযোগে গোপালগঞ্জে করা এক মামলায় গত ১৮ এপ্রিল জামিন পেলেও জামিননামার মূল কপি কারাগারে না পৌঁছানোর কারণে ঈদের আগে তাকে মুক্তি দেওয়া হয়নি। আজ জামিননামার মূল কপি হাতে হাতে কারা কর্তৃপক্ষের কাছে দেওয়া হলে আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে বিএনপির এই শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়। ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীসহ চার শতাধিক নেতা-কর্মীকে আটক করে। পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কারাগারে থাকাকালীন কয়েকবার অসুস্থ হয়ে পড়েন রুহুল কবির রিজভী। সর্বশেষ গত ১৩ এপ্রিল দুপুরে পুরান ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজনভ্যানে করে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথেই অসুস্থ হন। তার অসুস্থতায় চিন্তিত ছিল তার পরিবার। তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন তার স্ত্রী আরজুমান আরা বেগম। অসুস্থতার কথা শুনে কারাগারে ও আদালতে রিজভীর সঙ্গে দেখা করতে বাধার সম্মুখীন হয়েছিলেন বলেও অভিযোগ করেছিলেন তিনি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় নেতা রুহুল কবির রিজভী। তিনি সিনিয়র যুগ্ম মহাসচিবের পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় দপ্তরেরও দায়িত্বে রয়েছেন। আশির দশকে আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এর পর থেকেই তার পেটের সমস্যা জটিল হয়ে আছে। চিকিৎসকের পরামর্শে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানি খেতে পারেন না। বোতলজাত পানি পান করতে হয়। মহামারি করোনাকালেও তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন। এর আগে তার হার্ট অ্যাটাকও হয়েছিল। চিকিৎসকের পরামর্শে খুবই সতর্কভাবে জীবনযাপন করতে হয় ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীকে। Share this:FacebookX Related posts: জিয়া গণতন্ত্রকে উদ্ধার করেছেন: রিজভী শেখ হাসিনার পাঠানো ফল মধ্যরাতে ঘোষণা ইসির: রিজভী গণতন্ত্রকে ধ্বংস করা আ.লীগের ধর্ম: রিজভী শীতবস্ত্র বিতরণেও পুলিশের বাধা : রিজভী খেতাব কেড়ে নিলে বিএনপি সুনামির মতো ধেয়ে আসবে : রিজভী আইন-আদালতও আওয়ামী কক্ষপথে: রিজভী পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ রিজভী ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ জামায়াতকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা ‘দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে’ ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে সরকার’ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: এখনকারাগারগোটা দেশইরিজভী