বাধ্য হয়ে বেরিয়ে আসলেন ভাইস চ্যান্সেলর

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্বদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার। কয়েকশ শিক্ষার্থীর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবন থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন তিনি।গেলো বছরের ডিসেম্বরে তাদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগে দিল্লি পুলিশের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে শিক্ষার্থীরা সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে বিশ্ববিদ্যালয়ের অফিসে প্রবেশ করে। এ সময় তারা সেখানকার প্রধান ফটকের তালা ভেঙে ফেলে ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করে।পরে উপায়ন্তর না পেয়ে ভাইস চ্যান্সেলর তার বাসভবন থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের মুখোমুখি হন।এ সময় শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান।