কাজিপুরে বোরো ধানের বালাই দমনে কৃষি অফিসের ব্যাপক প্রচারণা

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

অনলাইন ডেস্ক ; চলতি ইরি বোরো মৌসুমে প্রচন্ড গরমে ইরিবোরো ধানের বালাই দমনে কৃষকদের করণীয় বিষয়ক সচেতনতা বাড়াতে উপজেলা পর্যায়ে ব্যপক প্রচারণা লিপলেট বিতরণ সহ হাটবাজারে উদবুদ্ধকরণ প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে।কাজিপুর উপজেলা কৃষি অফিস ও সহকারী কৃষিকর্মকর্তাদের সমন্বয়ে এই প্রচারণা চালানো হচ্ছে।

কাজিপুর উপজেলা কৃষিকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জানান,প্রচন্ড তাবাদহে ইরিবোরো ধানের বিভিন্ন ধরনের বালাই যেমন বাদামি গাছ ফড়িং,পাতা মোড়ানো পোকা, ব্লাস্ট বিএলবি, ও খোলপঁচা বালাই বিষয়ে কৃষকদের করনীয় বিষয়ে সচেতন করাই এই প্রচারনার উদ্দেশ্যে।

তিনি আরও জানান, কাজিপুরে চলতি মৌসুমে ১৩হাজার ১০ হেক্টর জমিতে ইরিবোরো ধানের আবাদ হয়েছে। কাজিপুর অঞ্চলে এ পর্যন্ত কোন রোগ বালাই দেখা যাচ্ছেনা। আশারাখি ভুট্টার আবাদের মত ইরিবোরোতে ও বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।