সোলেইমানি হত্যাকাণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসবাদ : চমস্কি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের অভিজাত বাহিনী আইআরজিসির শাখা কুদসের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী নোয়াম চমস্কি। বিশ্বের নামকরা রাজনৈতিক বিজ্ঞানী চমস্কি বিশ্বাস করেন, ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানি হত্যাকাণ্ড স্পষ্টতই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এর চেয়ে অধিকতর খারাপ আর কিছুই হতে পারে না। কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন বলে জানান তিনি। গত ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার ঘটনাকে ‘আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ সেদিনই এক টুইট করেন। জারিফের সেই টুইট নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নোয়াম চমস্কি। মার্কিন এই ভাষাতত্ত্বিক ও অ্যাক্টিভিস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং গোটা বিশ্বে মার্কিন সেনাদের ভূমিকার একজন কট্টর সমালোচক। তিনি ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘এটা (সেলেইমানি হত্যাকাণ্ড) নিঃসন্দেহে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, যুক্তিতর্ক হলে তো তা আরও ভয়াবহ অপরাধ।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটে বলেন, ‘সোলেইমানি হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ। মার্কিন সন্ত্রাসী বাহিনীর বর্বরতা ও বোকামি নিঃসন্দেহে এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) ও বিশ্বে প্রতিরোধের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে। যুক্তরাষ্ট্রকে তার এই দুর্বল ও বিপজ্জনক কাজের সমস্ত পরিণতির দায়ভার বহন করতে হবে।’ সোলেইমানি হত্যকাণ্ড নিয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও ইউনিভার্সিটি অব অ্যারিজোনার অধ্যাপক চমস্কি বলেন, ‘এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন খুবই স্পষ্ট। এই আইনে আন্তর্জাতিকভাবে হুমকি দেয়া বা সামরিক শক্তির প্রয়োগ নিষিদ্ধ হলেও তা লঙ্ঘন করে সোলাইমানিকে হত্যা করা হয়েছে।’ চমস্কি আরও বলেন, ‘আগামীতে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর আধিপত্য হ্রাস পাওয়ার কোনো লক্ষণ নেই। অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বছরের পর বছর ধরে তাদের নীতিত অটল এবং তা থেকে সরে আসার সম্ভাবনাও খুব ক্ষীণ।’ তবে ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর পর শক্তি কিছুটা কমেছে বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি সোলেইমানি এবং ইরাকের হাশদ আল-শাবি নামে পরিচিত পপুলার মোবিলাইজেশন ইউনিটের (পিএমইউ) প্রধান আবু মাহদি আল-মুহানদিস ও তাদের আট অনুসারী গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। Share this:FacebookX Related posts: ব্রেওনা হত্যাকাণ্ড: লুইসভিলে বিক্ষোভ থেকে দুই পুলিশ গুলিবিদ্ধ ভাইরাস আতঙ্ক: চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ সর্বসাধারণের জন্য উন্মুক্ত উহান ফ্রান্সের আইসিইউতে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সন্ত্রাসবাদচমস্কিসোলেইমানিহত্যাকাণ্ড