ঈশ্বরদীতে লিংক থ্রী টেকনোলজি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদীতে লিংক থ্রী টেকনোলজি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে লিংক থ্রী টেকনোলজি ও আইডিয়াল কমিউনিকেশনস নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইন্টারনেটসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান।

লিংক থ্রী টেকনোলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর।

ঈশ্বরদী কেবল নেটওয়ার্ক (আইসিএন) এর ব্যবস্থাপনা পরিচালক ও পৌর কাউন্সিলর ইউসুফ আলী প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, ঈশ্বরদী থানার ওসি তদন্ত অরবিন্দ সরকার, লিংক থ্রী টেকনোলজি হেড অব সেলস আসাদুজ্জামান ফয়সাল, কেবল নেটওয়ার্ক (আইসিএন)এর চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরদী কেবল নেটওয়ার্ক (আইসিএন) এর পরিচালক কাজল সরদার।