মুদি দোকান থেকে টিসিবির সয়াবিন তেল উদ্ধার

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৩

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০৫ বোতল টিসিবির সয়াবিন তেল মুদির দোকান থেকে উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

শনিবার ( ১৫ এপ্রিল) দুপুরে দোহাজারী পৌরসভার আল্লাহর দান বান্যিজালয় নামে একটি মুদির দোকানে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রয় করার দায়ে মোঃ ওসমান (৪৮) নামে এক ব্যবসায়ীর দোকান হতে এই তৈল উদ্ধার করা হয়।

এসময় ঐ প্রতিষ্ঠানের মালিককে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত দোকান থেকে টিসিবির ১০৫ টি বোতল ভোজ্য তেল (২ লিটার বোতল করে) ২১০ লিটার তেল জব্দ করা হয়।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক জানান,অভিযোগ পেয়ে দোহাজারী পৌরসভাস্থ আল্লাহর দান নামে একটি মুদির দোকানে অবৈধভাবে টিসিবির তেল মজুত করে বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে ২লিটার করে ১০৫ টি ভোজ্য তেল জব্দ করা হয়।

তিনি আরো জানান,সঠিক তদন্ত করে পরবর্তীতে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।