পাবনার আটঘরিয়ায় কৃষককে গলাকেটে হত্যা : স্ত্রীসহ দুইজন আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : পাবনার আটঘরিয়ায় আলহাজ নামের এক কৃষককে গলাকেটপ হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ির উঠান থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে পরকিয়ার জেরে এ হত্যাকান্ড হতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন ও ইসমাঈল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে শুক্রবার সকালে কৃষক আলহাজকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, ঘটনার দিন সকাল ৭ টার দিকে প্রতিবেশী মিনা খাতুন আলহাজ্ব এর বাড়িত ফ্রিজে রাখা মাছ আনতে গিয়ে নিজ বাড়ির উঠানে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এসময় তিনি পরকিয়ার জেরে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। তব পুলিশের ধারনা একই এলাকার আব্দুল হালিমের ছেলে ইসমাঈল হোসেনের সাথে নিহতের স্ত্রী সুরাইয়ার পরকিয়ার জেরে এ হত্যাকান্ড হতে পারে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনায়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও তার প্রেমিক ইসমাঈলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে। Share this:FacebookX Related posts: পাবনায় আটঘরিয়ায় মেছো বাঘের তিনটি ছানা উদ্ধার সিআইপি সম্মাননা পেয়েছেন কাতার প্রবাসী ঈশ্বরদীর আব্দুল আজিজ খান থার্টি ফাস্ট নাইটে আতশবাজি-উচ্চ সাউন্ডে গান বাজানো বন্ধ-ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন আত্রাইয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: আহত জেলের মৃত্যু আত্রাইয়ে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঢেঁকি শিল্প নওগাঁয় একুশে পরিষদের বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ রাণীনগরে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু আত্রাইয়ে ওসি‘র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী বিফা কালাইয়ে পানিবন্দি ৩শ পরিবার আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের সাজাপ্রাপ্ত আসামীসহ ১০ জনকে জেল হাজতে প্রেরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আটঘরিয়ায়কৃষককেগলাকেটে হত্যাপাবনারস্ত্রীসহ দুইজন আটক