টেকনাফে দুই লাখ ইয়াবা-বিয়ারসহ রোহিঙ্গা যুবক আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩ অনলাইন ডেস্ক : কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে বিজিবি’র জওয়ানেরা পৃথক তিন অভিযানে ২লাখ ১০হাজার পিস ইয়াবা ও ৩৬০ক্যান বিয়ার উদ্ধার করেছে। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়ের। বৃহস্পতিবার এ সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। অধিনায়ক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণিত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুইজন ব্যক্তিকে নাফনদী পার হয়ে দুটি বস্তা কাঁধে নিয়ে বর্ণিত স্থানে বেড়ীবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে আসতে দেখে এবং তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারে দ্রুত দৌড়ে নাফ নদীতে ঝাপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর উল্লেখিত স্থান তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া গামছা দিয়ে মোড়ানো দুটি প্লাষ্টিকের বস্তায় ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এদিকে একইদিনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়ার জালিয়ারদ্বীপ নামক স্থানে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বালুর নীচে লুকায়িত রয়েছে। এ সময় সন্দেহভাজন একজন ব্যক্তিকে ঘোরাফেরা অবস্থায় দেখতে পায়। পরে টেকনাফ জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পের ব্লক-বি এর বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. আব্দুর শুক্কুরকে (১৯) আটক পর তার স্বীকারোক্তি অনুযায়ী জালিয়ারদ্বীপে বালুর নীচে প্লাষ্টিকের পলিব্যাগ দিয়ে মোড়ানো একটি পোটলায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ইয়াবা গুলো চুক্তির বিনিময়ে মিয়ানমারের শোয়ারদ্বীপ থেকে সাঁতরিয়ে নাফনদীর শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের জালিয়ারদ্বীপে এনে ইয়াবার চালান বুঝিয়ে দেয়ার জন্য লুকিয়ে রাখে। এছাড়া টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ দক্ষিণ দিকে জালিয়াপাড়া নামক এলাকায় নাফনদীর কিনারায় ৪-৫ জন ব্যক্তিকে নাফনদী পার হয়ে বা কাঁধে বস্তা নিয়ে বেড়ীবাঁধ সংলগ্ন কেওড়া বাগানের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে কেওড়া বাগানের ভিতর দিয়ে নাফ নদীতে লাফিয়ে যায়। পরে উল্লেখিত স্থানে তল্লাশী করে ৫টি প্লাষ্টিকের বস্তায় ৩৬০ ক্যান আন্দামান গোল্ড বিয়া জব্দ করা হয়। অধিনায়ক আরো জানান, আটককৃত আসামি রোহিঙ্গা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ইয়াবা ট্যাবলেট বহন ও পাচারের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত মালিকবিহীন মাদক বর্তমানে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। Share this:FacebookX Related posts: টেকনাফে ২১ ইয়াবা ও হুন্ডি কারবারীর আত্মসমর্পণ টেকনাফে র্যাবের পৃথক অভিযানে ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ আটক ২ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক টেকনাফে ইয়াবা ও নৌকাসহ দুই মাদক কারবারি আটক টেকনাফে সীমান্তে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার! টেকনাফে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক বিজিবির সঙ্গে রোহিঙ্গাদের গোলাগুলিতে নিহত ২ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ট্যাবলেট’সহ দুই মাদক ব্যবসায়ী আটক ব্রহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক স্বামীকে রাস্তায় বেঁধে রেখে স্ত্রীকে ‘গণধর্ষণ’ নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ইয়াবা-বিয়ারসহটেকনাফেদুই লাখরোহিঙ্গা যুবক আটক