দূর্গাপুরের জাহেদ আলী হত্যা মামলার অন্যতম আসামী বাবুল গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৩ স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দূর্গাপুরে যৌতুকের শালিস মিমাংসাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে বেয়াই জাহেদ আলীকে ডেকে এনে বেগুনের ক্ষেতে নৃশংসভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামী আবুল বাশার বাবুলকে মামলা রুজু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ধোবাউড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। ময়মনসিংহ র্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এর পক্ষে ভারপ্রাপ্ত কোম্পনী অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভিকটিম জাহেদ আলী (৪২) ও আসামী আবুল বাশার বাবুল (৪৫) সম্পর্কে বেয়াই। তারা পাশাপাশি গ্রামে বসবাস করত। ঘটনার কিছুদিন পূর্বে ভিকটিমকে তার ছেলে রেজাউলের শশুর আকবর আলী তার মেয়ে রহিমা’র শশুর বাড়িতে যৌতুকের দাবিতে মেয়েকে মারধর করার কারনে স্থানীয়ভাবে শালিস মিমাংসার জন্য রহিমার শশুর বাড়িতে জাহেদ আলীকে নিয়ে একসঙ্গে যান এবং রহিমাকে এক প্রকার জোরপূর্বক গুরুতর আহত অবস্থা হাসপাতালে ভর্তি করেন। পররর্তীতে সুস্থ হওয়ার পর রহিমাকে তার বাবা আকবর আলীর বাড়িতে নিয়ে আসেন। রহিমাকে তার বাবার বাড়িতে নিয়ে আসার জন্য উক্ত আসামী বাবুল এবং অপরাপর আসামী আঃ ছালাম (৫৫) ও এমদাদুল হক (২৩) ভিকটিম জাহেদ আলী’কে দোষারোপ করে। এই ঘটনারি জের ধরে, ০৯ এপ্রিল ২০২৩ খ্রি. দুপুর অনুমান ১৫.০০ ঘটিকার সময় আসামী বাবুল (৪৫) বেগুনের চারা দেওয়ার কথা বলে দুর্গাপুর থানাধীন বানিয়াপাড়া সাকিনস্থ তার বেগুন ক্ষেতে ভিকটিমকে ডেকে নিয়ে আসলে উক্ত আসামীসহ অপরাপর আসামী আঃ ছালাম (৫৫) ও এমদাদুল হক (২৩) রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। ৩/৪ জন প্রত্যক্ষদর্শী চলে আসলে, আসামীরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে ভিকটিম জাহেদ আলী’র ছেলে মোঃ রেজাউল করিম (২৫), সাং- তেলীপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়, চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪/০৪/২০২৩ ইং তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকায় ধোবাউরা বাজার এলাকা থেকে উক্ত মামলার অন্যতম আসামী আবুল বাশার বাবুল (৪৫), পিতা- মৃত হাছেন আলী, সাং- বানিয়াপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোণা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে । Share this:FacebookX Related posts: ময়মনসিংহে হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামী আটক তারাকান্দার রামচন্দ্রপুরে শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার তারাকান্দায় ৭ বৎসরের শিশু সানজিদা আক্তার হত্যা মামলার মূল আসামী গ্রেফতার গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার ময়মনসিংহে চাঞ্চল্যকর শারফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামীসহগ্রেফতার ২ সরিষাবাড়িতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার ময়মনসিংহে দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার,আটক-৩ গৌরিপুরে মানবপাচারকারী চক্রের দালাল গ্রেফতার ময়মনসিংহে বিদেশী তৈরী বিভিন্ন বিদেশী পণ্য উদ্ধার,চোরাকারবারি আটক ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ময়মনসিংহে ৯৩ বোতল বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে চুরির অভিযোগে আটক-১ SHARES Matched Content অপরাধ বিষয়: অন্যতম আসামীজাহেদ আলীদূর্গাপুরেরবাবুল গ্রেফতারহত্যা মামলার