বাসচাপায় সিএনজির ৪ যাত্রী নিহত

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় চার জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।