যুবককে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

অনলাইন ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে এক যুবককে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।বুধবার রাতে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত হাসিব বয়াতী (২৩) ওই গ্রামের ইউনুস বয়াতীর ছেলে।

জানা যায়, হাসিবের বাবা ইউনুস বয়াতীর সঙ্গে প্রতিবেশী সাবেক মেম্বার মহারাজের পূর্ব থেকেই পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় ইউনুস বয়াতীর সঙ্গে মহারাজ মোল্লার কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় হাসিব মহারাজদের বাড়িতে যায়। অনেক সময় পেড়িয়ে গেলে হাসিব বাড়িতে ফিরে না এলে স্বজনরা রাত ৮টার দিকে তার খোঁজে বের হয়। মহারাজের বাড়ির কাছে ৩ নম্বর ওয়ার্ডের মহসিনের চৌরাস্তার এলাকার নতুন রাস্তার ব্রিজের গোঁড়ায় তাকে পড়ে থাকতে দেখে। স্বজনরা তাকে পার্শ্ববর্তী ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহত হাসিবের মা নিরু বেগম জানান, মহারাজ মোল্লার লোকজন সন্ধ্যার পর তার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, হাসিবের বাবার সঙ্গে সাবেক মেম্বার মহারাজ মোল্লার সম্পর্ক ভালো ছিল না। সন্ধ্যায় ইউনুস বয়াতীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।

রাজাপুর থানার এসআই জানান, লাশ রাজাপুর থানায় রয়েছে। ময়নাতদন্তের লাশ জন্য বৃহস্পতিবার ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।