ডা. জাফরুল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার এক শোকবার্তায় তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রসঙ্গত, মঙ্গলবার রাত সোয়া ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই মহান মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন। রাতে মোহাম্মপুরের আল মারকাজুলে গোসল শেষে লাশ বারডেমের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে। একই সঙ্গে সেখানে রাষ্ট্রীয়ভাবেও তাকে শ্রদ্ধা জানানো হবে। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। Share this:FacebookX Related posts: প্রধানমন্ত্রীকে সাধুবাদ ডা. জাফরুল্লাহর ডা. জাফরুল্লাহর ফুসফুস ও গলার সংক্রমণের উন্নতি হচ্ছে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার ফের অবনতি সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাংবাদিক ফারুক কাজীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক সংগীতজ্ঞ আলাউদ্দিন আলীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক সি আর দত্তের মৃত্যুতে বিজিবি মহাপরিচালকের শোক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক সৌমিত্রের মৃত্যুতে অভিনয় জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো প্রধানমন্ত্রীকে প্রথমে ভ্যাকসিন নেওয়ার আহ্বান ডা. জাফরুল্লাহর ফাদার পিশোতোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক SHARES Matched Content জাতীয় বিষয়: ডা. জাফরুল্লাহরমৃত্যুতেরাষ্ট্রপতির শোক