খুলনায় “স্বপন” হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

অনলাইন ডেস্ক : খুলনা মহানগরীর চাঞ্চল্যকর “স্বপন” হত্যা মামলার অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬,র‌্যাব জানান, বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

১০ এপ্রিল ভিকটিম স্বপন রুপসা ট্রাফিক মোড় থেকে খুলনা থানাধীন রুপসা বাসস্টান্ড রোডস্থ ঢাকা ম্যাচ ইন্ডাষ্ট্রিজ কোম্পানি লিমিটেড (দাদা ম্যাচ ফ্যাক্টরি) এর সামনে দিয়ে চানমারির দিকে যাওয়ার পথে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পথরোধ করে।

ভিকটিম পালানোর চেষ্টা কালে আসামীরা ভিকটিমের পিছু ধাওয়া করে খুলনা ধানাধীন রুপসা স্টান্ড রোডস্থ দাদা ম্যাচ ফ্যাক্টরির প্রধান গেটে পাকা রাস্তার উপর একই তারিখ রাতে আসামীরা ধারালো চাপাতি দিয়ে ভিকটিমের মাথার পিছনে কোপ দিয়ে এবং দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে।

ঘটনার বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে কেএমপি খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার বিষয় র‌্যাব সংবাদ প্রাপ্ত হয়ে আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় ১১ এপ্রিল র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর “স্বপন” হত্যা মামলার অন্যতম প্রধান আসামী খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যোর ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন রামভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে আাসমী ১। কাদের জোয়াদ্দার ওরফে রাজু (৩০), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।