হত্যা মামলায় জামাই-শাশুড়ির যাবজ্জীবন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : ফেনীর সোনাগাজীতে একটি হত্যা মামলায় জামাই ও শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ফেনীর আদালত। সোমবার দুপুরের দিকে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এর আদালতে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সোনাগাজী উপজেলার চরডুব্বা গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী সফুরা খাতুন (৬০) ও ভোলার চরফ্যাশনের চর আবজাল গ্রামের মো. সেলিম খান (৫০)। দণ্ডপ্রাপ্ত দুইজনই সম্পর্কে জামাই ও শাশুড়ি। রায় ঘোষণাকালে জামাই সেলিম খান আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সোনাগাজীর চর গণেশ এলাকার প্রবাসী নুর মোহাম্মদ সোহেলের নিলুফা মঞ্জিলে ঝি এর কাজ করত সফুরা খাতুন। এক পর্যায়ে লোভে পড়ে সফুরা ওই ঘরের রান্না করা খাবারে চেতনানাশক দিয়ে ২০১১ সালের ২৯ অক্টোবর গভীর রাতে তার মেয়ের স্বামীসহ ওই ঘরে ডাকাতি করতে প্রবেশ করে। ঘরের লোকজন বিষয়টি টের পেলে বটি দিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে এ ঘটনায় আহত আসমা আক্তার তানিশা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় গৃহকর্তা প্রবাসী সোহেল বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত সফুরা ও তদন্তে উঠে আসা সেলিম খানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। আদালত সূত্রে জানা যায়, আলোচিত এ মামলাটি তদন্ত শেষে সিআইডির পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম ও সোনাগাজী মডেল থানার এসআই শ্রীবাস চন্দ্র দাস ২০১৪ সালে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত এ মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন। আদালতের রাস্ট্রপক্ষের আইনজীবী দিজেন্দ্র কুমার কংশ বনিক বলেন, আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় শাশুড়ী সফুরাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় অপর আসামী সেলিম খানকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি সেলিম কাস্টোডিতে উপস্থিত ছিলেন। সফুরা বেগম পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত দুইজন সম্পর্কে জামাই ও শাশুড়ী হন। Share this:FacebookX Related posts: ফেনীতে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক সেবনকারীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড চট্টগ্রামে ৩২ বছর পর শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় : ৫ আসামির মৃত্যুদন্ড ইয়াবা কারবারির মালামাল ক্রোক খাগড়াছড়িতে গৃহবধূ কোহিনুর হত্যাকান্ডে স্বামীর মৃত্যুদন্ড ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: কালাম ও শাহেদ রিমান্ডে রায়ে আমৃত্যু উল্লেখ না করলে যাবজ্জীবন ৩০ বছর মাদারীপুরে হত্যা মামলায় ২ জনের ফাঁসি সরিষাবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আদালতে বোমা হামলা: একজনের মৃত্যুদণ্ড, আরেকজনের যাবজ্জীবন স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন SHARES Matched Content আইন আদালত বিষয়: জামাই-শাশুড়িরযাবজ্জীবনহত্যা মামলায়