যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ। লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান ও তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায় ও বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে ও তার অবস্থা গুরুতর। গোলাগুলির খবর প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি ও অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন। Share this:FacebookX Related posts: যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে স্থায়ী অভিবাসন দুই মাসের জন্য বন্ধ করলেন ট্রাম্প করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২৮১৭ করোনা : যুক্তরাষ্ট্রে প্রাণহানি ৫৪ হাজার, আক্রান্ত সাড়ে ৯ লাখ যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে এক কোটির বেশি যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রে নজিরবিহীন নিরাপত্তা যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত আট, আহত অনেক যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুকধারীর গুলি, নিহত ৫ যুক্তরাষ্ট্রে রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মত, বন্যায় মৃত্যু বেড়ে ২৫ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: গোলাগুলিনিহত ৫ব্যাংকেযুক্তরাষ্ট্রে