বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩ অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিঙ্কেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্ব দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে ড. মোমেন বৈঠক শেষে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিঙ্কেন বলেছেন একটা মডেল নির্বাচন করতে হবে। আমিও বলেছি, অবশ্যই। এটা আমাদের উদ্দেশ্য। আমরাও একটি মডেল নির্বাচন চাই। এ বিষয়ে আপনারাও আমাদের সাহায্য করেন, যাতে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে পারি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে ড. মোমেন বলেন, অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের বিষয়ে আমাদের অঙ্গীকার রয়েছে। এ লক্ষ্যে আমরা ছবিসংবলিত আইডি তৈরি করেছি, যাতে ফেইক ভোট না হয়। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি। স্বাধীন নির্বাচন কমিশন করেছি। আমরা আশা করছি, এই কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে। তবে নির্বাচন একা একা হয় না। আমরা তোমাদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে চাই। তোমরা আসো। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু সরকার করতে পারবে না। এ জন্য সব বিরোধী দলকে এগিয়ে আসতে হবে। তাদের অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হলে আমরা অবশ্যই নির্বাচনে জিতে আসব। এ জন্য সব দলের নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাই। তিনি আরও জানান, বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ), গণমাধ্যম এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, ডিএসএ করেছি, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য তা করিনি। আওয়ামী লীগ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। আমাদের দেশে বিরোধী দল যখন–তখন বিক্ষোভ করতে পারে। একমাত্র সরকারি এবং বেসরকারি সম্পত্তি কেউ ধ্বংস করলে আমরা তাকে শাস্তি দিই। Share this:FacebookX Related posts: ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক বাংলাদেশে বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বাড়ল ৭ দিন বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ জন,সুস্থ হয়েছেন ২৬ জন ‘আমরা প্রমাণ করব, এত বড় বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব’ বাংলাদেশে আবিষ্কার করোনার টিকা ৬ মাসের মধ্যে বাজারে আনার আশা বাংলাদেশে করোনায় মৃত্যুহার কম বাংলাদেশে করোনাভাইরাস আরো ৩৪ জনের মৃত্যু বাংলাদেশে ধর্ষণের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশে আল জাজিরার অবস্থান তলানিতে: তথ্যমন্ত্রী অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী ‘ ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই’ আগামী বছর বাংলাদেশে আসবেন এরদোয়ান SHARES Matched Content জাতীয় বিষয়: দেখতে চায়বাংলাদেশেযুক্তরাষ্ট্রসুষ্ঠু নির্বাচন