বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অভিযানে কষ্টি পাথর উদ্ধার

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অভিযানে ৩৩ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের কষ্টি পাথর উদ্ধার হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের কর্ম এলাকা পঞ্চগড় জেলার বড়শশী সীমান্ত এলাকার বলরামপুর গ্রাম থেকে ওই পাথর উদ্ধার হয়।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম।

তিনি জানান, ব্যাটালিয়নের কর্ম এলাকা পঞ্চগড়ের বড়শশী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রহমতুল করিরের নেতৃত্বে ৭৭৪/২ সীমান্ত পিলার হতে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামে অভিযান চালানো হয়।

এসময় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি, একটি বুদ্ধ মূর্তি ও বড়, মাঝারী, ছোট আকারের তিন কষ্টি পাথর উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির ওজন ১২ কেজি ৬৫০ গ্রাম, দৈর্ঘ ২২ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি, পুরুত্ব মূর্তির গঠন ভেদে এক ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত।

অপরদিকে নয় কেজি ৭০০ গ্রাম ওজনের বুদ্ধ মূর্তিটির দৈর্ঘ ২০ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি এবং পুরুত্ব মূর্তির গঠন ভেদে এক ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত। এছাড়া উদ্ধার হওয়া তিনটি ভিন্ন আকারের কষ্টি পাথরের ওজন ২২ কেজি ১১৫ গ্রাম। এসবের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।