নকলায় বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে ড্রাম বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ অনলাইন ডেস্ক ; শেরপুরের নকলায় সরিষা বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ৩৪জন কৃষকের মাঝে ৪২টি ড্রাম বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহীন রানা, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, তেল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুণগত মান বজায় রেখে বীজ সংরক্ষণ করতে পারবে। তিনি আরও বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষণ করে রেখে পরবর্তীতে নিজের চাহিদা পূরণ করে বাকি বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ২ হাজার কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও পাটবীজ বিতরণ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে কৃষক বদিউজ্জামান’র মুখে সফলতার হাসি ধোবাউড়ায় পাট অধিদপ্তরের দিনব্যাপী পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত গৌরীপুরে কৃষকের ধান কাটলেন কৃষকলীগের নেতাকর্মীরা গৌরীপুরে কাঁদামাটি মাড়িয়ে ধান কাটলো ছাত্রলীগের কর্মীরা গৌরীপুরে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে ধানে চিটা গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! ঝিনাইগাতীতে জিংক ধান চাষের ওপর কর্মশালা হালুয়াঘাটে পানি নিষ্কাশনের অভাবে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন নেত্রকোণার সবজিতে নতুনত্ব ‘রঙিন ফুলকপি’ নালিতাবাড়ীতে শ্রমিক সংকটে দুশ্চিন্তায় কৃষক হালুয়াঘাটে সিনজেনটা এসএলসি শস্য কর্তন ও মাঠ দিবস পালিত SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকদের মাঝেড্রাম বিতরণনকলায়বীজ সংরক্ষণের জন্য