চন্দনাইশে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩

অনলাইন ডেস্ক ; চট্টগ্রাম চন্দনাইশে চার হাজার পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা ও একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫ সহ ২জন ইয়াবা কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (৯ এপ্রিল) ভোররাতে চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় তাদের আটক করা হয়। এসময় তাদের মোটরসাইকেলের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার পলাশতলী এলাকার ফুলবাড়িয়া থানার মো: মজিবুর রহমান এর ছেলে মো.সোহেল রানা (২৯) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে মাহমুদুল হাসান (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।