‘আরসা’র অস্ত্র সরবরাহকারি হোতাসহ আটক ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩ অনলাইন ডেস্ক : মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি ‘আরসা’র অস্ত্র সরবরাহকারি মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র্যাব ১৫। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে তিনটি একনলা বন্দুক, একটি দু’নলা বন্দুক এবং অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা। আটককৃতরা হলেন, মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মোঃ এনামুল হক (৩৮)। এরা ৩ জন মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। বিকাল ৩টায় কক্সবাজারস্থ র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন জানিয়েছেন, সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় অস্ত্রের উৎস উৎঘাটনে র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এর জের ধরে কতিপয় অস্ত্র ব্যবসায়ী কক্সবাজার মহেশখালী হতে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার সংবাদ পাওয়া যায়। এর প্রেক্ষিতে র্যাব সদস্যরা চকরিয়ার বড় ভেওলায় তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি সিএনজি অটোরিকশা চেকপোষ্টের সামনে পৌঁছলে র্যাব সদস্যরা থামার সংকেত দেয়ার সাথে সাথে কতিপয় অস্ত্র ব্যবসায়ী র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চালকসহ তিনজনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় অস্ত্রগুলো। তিনি জানান, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে। আটকদের মধ্যে মোক্তার আরসার অস্ত্র সরবরাহকারিদের মূল হোতা। এব্যাপারে আটকদের বিরুদ্ধে মামলা করে চকরিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। Share this:FacebookX Related posts: থার্টি ফার্স্টে যাতে উচ্ছৃঙ্খলতা না হয় ব্যবস্থা নিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-১০ ও গাইবান্ধা-৩ আসন শূন্য ঘোষণা পিইসি-জেএসসি-জেডিসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্ষুব্ধ নগরবাসী মুজিববর্ষে ২শ’ টাকার নোট বাজারে আসছে গণস্বাস্থ্যের কিট পরীক্ষা শুরু করছে বিএসএমএমইউ ‘অন্যান্য দেশের তুলনায় করোনা আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি’ ঈদে অসহায়রা যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া থেকে এলো আরো ২০টি রেল কোচ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ল ফেব্রুয়ারিতেই মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দক্ষিণখানে ছাত্রলীগ নেতাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা SHARES Matched Content জাতীয় বিষয়: ‘আরসা’রঅস্ত্র সরবরাহকারিআটক-৩হোতাসহ