সীমান্তে বিএসএফ’র হাতে ২ মাদককারবারী আটক

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড থেকে বিএসএফ হাতে ২জন মাদক চোরাকারবারী আটক হয়েছে বলে জানা গেছে।রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডের কুমড়িপাড়া সীমান্ত থেকে রুবেল (২৫) ও বাদল (৩৭) নামে ওই দু’জন মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।আটক মাদক চোরাকারবারীরা দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার টেংগর আলী ও জামালপুর আশ্রয়ন এলাকার নজিবুলের ছেলে।স্থানীয়রা জানায়, ৮-১০ জনের একদল মাদক চোরাকারবারী ভারতের চরমেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারকালে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে।এ সময় মাদক চোরাকারবারী রুবেল ও বাদল বিএসএফ’র হাতে আটক হলে অপর মাদক চোরাকারবারীরা পালিয়ে আসে।তবে বিএসএফ’র হাতে দু’জন বাংলাদেশি মাদক চোরাকারবারী আটক হওয়ার বিষয়ে জয়পুর বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার নাসির জানান, এমন খবর তাদের জানা নেই এবং কেউ অভিযোগও করেনি।