বগুড়া জেলা আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা আঃলীগের যুগ্ম সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা হয়েছে।
জেলা দুদক কার্যালয় সূত্রে জানা যায়, মোট ১ কোটি ৮৬ লাখ ৩৮ হাজার ৮৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদ ও বগুড়া জেলা পরিষদের সাবেক প্যনেল চোয়াম্যান এ কে এম আসাদুর রহমান দুলু (৫৯) কে আসামি করে দুর্নীতি দমন কমিশন আইন সহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে মামলা রেকর্ড করা হয়েছে।

এ কে এম আসাদুর রহমান দুলু বগুড়ার শাজাহানপুর উপজেলার কুন্দইশ গ্রামের মৃত বেলায়েত আলী জোয়াদারের ছেলে।

দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মোঃ তারিকুর রহমান বাদি হয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদ ও বগুড়া জেলা পরিষদের সদস্য এ কে এম আসাদুর রহমান দুলুকে আসামি করে এই মামলা দায়ের করলে গত বুধবার দুপুরে দুনীতি দমন কশিনের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান মামলাটি রেকর্ড করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঐ আসামি কর্তৃক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি দুলুকে সম্পদ বিবরনী দাখিলের জন্য আদেশ জারী করা হলে গত ২০২০ সালের ৫ মার্চ নিজে স্বাক্ষর করে ওই আদেশ গ্রহন করেন। এর পর ঐ বছরের ২৫ জুন তিনি নিজে স্বাক্ষর করে দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরনী দাখিল করেন। দুলু তার দাখিল সম্পদ বিবরনীতে ২ কোটি ৫২ লাখ ৫ হাজার ৪২২ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের ঘোষনা প্রদান করেন। এর পরে দুর্নীতি দমন কমিশন ওই সম্পদ বিবরনী অনুসন্ধন শুরু করেন। আসামি দুলু কর্তৃক তার দাখিলী সম্পদ বিবরনীতে ৮০ লাখ ২৪ হাজার ৯৪০ টাকার দাখিলাকৃত সম্পদ বিবরনী দুনীতি দমন কমিশন অনুসন্ধান করে তথ্য গোপন সহ ১ কোটি ৬ লাখ ১৩ হাজার ৮৯০ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহিভুত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখে অপরাধ করেছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুনীতি দমন কমিশন প্রধান কার্যালয় গত ২০ মার্চ ওই আসামির বিরুদ্ধে একটি মামলা (এজাহার) দায়ের করার অনুমোদন প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।