অর্থপাচার মামলা: জামিন পেলেন হুদাপত্নী-দুই মেয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ নিউজ ডেস্কঃ অর্থপাচার করে লন্ডনে দুইটি ফ্ল্যাট ক্রয় করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন উচ্চ আদালত।সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।এর আগে ৯ জানুয়ারি বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা এবং দুই কন্যা শ্রাবন্তী আমিনা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ কমিশনের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ বাদী পৃথক দুটি মামলা করেন।অভিযুক্তদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত পৌনে সাত কোটি টাকা অর্জনের পর বিদেশে পাচার করে লন্ডনে দুইটি ফ্ল্যাট কেনার অভিযোগ আনা হয়েছে। দুই মামলায়ই মেয়েদের সঙ্গে আসামি হয়েছেন সিগমা হুদা।সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে, তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাচার করেন।সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে তারা ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট কিনেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।অন্যদিকে শ্রাবন্তী আমিনা হুদার সঙ্গে সিগমা হুদাকে যে মামলায় আসামি করা হয়েছে, তার এজাহারে বলা হয়েছে, তারা জ্ঞাত আয় বহির্ভূত দুই লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে যুক্তরাজ্যে পাচার করেন।সেই অর্থে তারা ২০০৬ সালের ১২ ডিসেম্বর লন্ডনের হেলনি কোর্টের ডেনহাম রোডে একটি ফ্ল্যাট ক্রয় করা হয়। Share this:FacebookX Related posts: মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন এরশাদ ৩৪ ও ৩৫তম বিসিএস: ২৮ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩২ কেন নয় : হাইকোর্ট মাজেদের সঙ্গে সাক্ষাৎ করতে স্বজনরা কারাগারে, ১০ জল্লাদ প্রস্তুত উত্তরায় নকল এন-৯৫ মাস্কের সন্ধান বিনামূল্যে করোনা পরীক্ষা চেয়ে লিগ্যাল নোটিশ ‘সীমিত পরিসরে খুলবে সরকারি অফিস-আদালত’ রিজেন্ট হাসপাতালের এমডি মিজান গ্রেফতার, ১০ দিনের রিমান্ডে গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে হাইকোর্টের অভিমত ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারিতে জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ কর্মকর্তা SHARES Matched Content আইন আদালত বিষয়: অর্থপাচার মামলা: জামিনদুইপেলেনমেয়েহুদাপত্নী