ভালুকায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি; সাংবাদিকদের উদ্বেগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩ ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকারকে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার সন্ধায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজায় ৭২২ নং দাগের সরকারী বন বিজ্ঞপ্তিত জমি থেকে মাটিকাটে স্থানীয় ভূমিদস্যু মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনির। এ বিষয়ে দৈনিক জনতা পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য তমাল কান্তি সরকার সংবাদ প্রকাশ করেন। এর জেরে (৩এপ্রিল) দুপুরে মনিরুজ্জামান মনির তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭১১২৬২১৭৭) থেকে তমাল কান্তি সরকারের মোবাইলে ফোন (০১৭১২১৮৫৮৩৯) করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকি দেন । ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনসহ স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় নিন্দা জানিয়ে মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ ঘটনায় মনিরুজ্জামান মনিরের ব্যাবহৃত মোবাইল ফোনে (০১৭১১২৬২১৭৭) যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, মনিরুজ্জামান মনির ওরফে জঙ্গইলা মনিরের বিরুদ্ধে বনের জমি দখল, বনের গাছকাটা ও বনের জমি থেকে মাটিকাটাসহ বন আইনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েন স্থানীয় বন বিভাগ। Share this:FacebookX Related posts: ভালুকায় বাঁশ বাগান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার ভালুকায় বাস ট্রাক সংঘর্ষে বাসের হেলপার নিহত,আহত-১৫ ভালুকায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক-১ ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত ভালুকায় আরও একজনের করোনা শনাক্ত ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত-৩,আহত-২ বিজয় টিভি’র সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ ভালুকায় শীতার্থদের মাঝে কম্বল ও মাক্স বিতরন ভালুকায় মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে আদালতে মামলা অত:পর জালিয়াতি প্রকাশ ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত সাংবাদিককে শ্রমিক লীগ নেতার হুমকি হালুয়াঘাটে ভূমিসহ ঘর পাচ্ছে ৪০ গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রাণনাশের হুমকিভালুকায়সাংবাদিককেসাংবাদিকদের উদ্বেগ