খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনো হাতে পাইনি। আবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সরকারি মামলা ট্র্যাকিং সিস্টেম ‌’সলট্র্যাক’ সফটওয়্যারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ মার্চ। এখন পর্যন্ত তার পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়াতে কোনো আবেদন করা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। তবে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তার মুক্তির মেয়াদ বাড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে মামলার সেবা দিতে অনলাইন কেস ট্র্যাকিং সিস্ট্রেম চালু করা হয়েছে। স্বাধীন দেশের জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর অন্যতম স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সফল বাস্তবায়ন করে চলেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পরামর্শের ভিত্তিতে প্রকল্পটি খুব শিগগিরই আলোর মুখ দেখবে।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সরকারি মামলাগুলো ঠিকমতো উপস্থাপন করা হলে বেশিরভাগ মামলায় সরকার জিতে যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। বেশিরভাগ মামলায় সরকার পক্ষ হেরে যায়। এরপর সরকার পক্ষ থেকে আপিল করা হয় এবং দৌড়ঝাঁপ শুরু হয়। অনলাইনে মামলা শনাক্তকরণ পদ্ধতি ‘সলট্র্যাক’ এর মাধ্যমে এই ঝামেলা থেকে বেরিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে।

সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩টি অধিদপ্তর, ৮টি বিভাগীয় কমিশনার ও ৬৪টি জেলাপ্রশাসকের কার্যালয় সলট্র্যাকে লগইন করতে রেজিস্ট্রেশন করতে হবে।