প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের শিশুকন্যাকে গুম করেন মা-বাবা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩ অনলাইন ডেস্ক ; নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে নিজের শিশু কন্যাকে (৫) গুমের নাটক সাজান মা-বাবা।পরে মাঈশার বাবা জাহাঙ্গীর আলম মেয়ের নিখোঁজ হওয়া সংক্রান্ত থানায় একটি সাধারণ ডায়েরী করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার শিশুটিকে উদ্ধার করে। রাত ৯টার দিকে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এসব তথ্য জানান। ওসি জানান, জমিজমা নিয়ে উপজেলার চিরাং ইউনিয়নের দুল্লী গ্রামের জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার মাসকা ইউনিয়নের ইউনিয়নের সাতাশি গ্রামের আব্দুল মজিদ গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে মেয়ে মাঈশাকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখে গত শুক্রবার কেন্দুয়া থানায় নিখোঁজের জিডি করেন মাঈশার বাবা জাহাঙ্গীর। জিডির বরাতে ওসি জানান, গত ১১ জানুয়ারি জাহাঙ্গীর বাড়িতে ছিলেন না। তার স্ত্রী মেয়ে মাঈশাকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পর দিন সকালে ঘুম থেকে জেগে দেখেন মাইশা বিছানায় নেই। বিষয়টি তার স্ত্রী জাহাঙ্গীরকে ফোনে জানালে তিনি বাড়িতে এসে মেয়ে মাঈশা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে থানায় জিডি করেন। পুলিশ বিষয়টি ডায়রীভুক্ত করে গুরুত্বসহকারে অনুসন্ধান শুরু করে। এদিকে, বিভিন্ন তথ্য উপাত্ব সংগ্রহসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং মাঈশার বাবা-মাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী মেয়েকে লুকিয়ে রাখার নাটকের কথা স্বীকার করেন। পরে তাদের কথামতো শনিবার শিশু মাঈশাকে তার খালার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাহের চর গ্রাম থেকে স্থানীয় দাউদকান্দি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশু মাঈশাকে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি আলী হোসেন। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বশুরকে হত্যা করলেন মেয়ের জামাই শ্রীবর্দীতে চোলাই মদ উদ্ধার আটক-২ গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ গৌরীপুরে নাশকতার পরিকল্পনাকালে জামাতে ইসলামীর তিন নেতা গ্রেফতার হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে ১১ জুয়ারি আটক হালুয়াঘাটে ১০ জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-১৭ ময়মনসিংহে ১ কেজি গাঁজাসহ আটক-২ ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র ৫ সক্রিয় সদস্য আটক হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক প্রতারণাকালে ৫ ভুয়া পুলিশ ও সাংবাদিক গ্রেফতার তারাকান্দার রামচন্দ্রপুরে শিশু সানজিদা আক্তার হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ময়মনসিংহে টিসিবি’র ৫১০ বস্তা পেঁয়াজসহ ট্রাক উদ্ধার আটক-১ SHARES Matched Content অপরাধ বিষয়: গুম করেন মা-বাবানিজের শিশুকন্যাকেপ্রতিপক্ষকেফাঁসাতে