২০২৩ সরকারকে বিদায় দেওয়ার বছর: গয়েশ্বর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩ অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নতুন বছর ২০২৩ সাল হবে বিএনপির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের বছর, সরকারকে বিদায় দেওয়ার বছর। রোববার সকালে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে সঙ্গে নিয়ে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যান। বিএনপির এ নেতা বলেন, নতুন বছর বিএনপির লক্ষ্যে পৌঁছানোর বছর। সরকারের পতনের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এরপর সেখানে একে একে হাজির হন স্থায়ী কমিটি সদস্যসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতা। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে করা হয় মোনাজাত। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো. ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো. আসাদুজ্জামান আসাদ, মো. আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো. আবু জাফর, মো. আদনান, মো. মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ছাত্রদল কর্মীরা। Share this:FacebookX Related posts: সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই: মোশাররফ পদত্যাগ করলেন আতিকুল ইসলাম ৩২ নেতা নিয়ে বসছে আ.লীগের নির্বাহী কমিটির সভা ইশরাকের নেতৃত্বে ধর্ষণবিরোধী মিছিল ৪৯ বছরের ইতিহাসে এতো ধর্ষণ-নির্যাতন দেখিনি : মান্না জনগণের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা : কাদের আ.লীগ প্রার্থী জয়ী হবে, এটাই স্বাভাবিক : কাদের কওমি মাদ্রাসায় প্রচলিত সব রাজনীতি নিষিদ্ধ সারাদেশে যে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি ফ্যাসিবাদী সরকারকে প্রতিহত করাই একমাত্র লক্ষ্য: মির্জা ফখরুল আন্দোলন চূড়ান্তের পরই সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত: ফখরুল তারেকের হাওয়া ভবন ফিরে পেতে আন্দোলন করছে বিএনপি: কাদের SHARES Matched Content জাতীয় বিষয়: ২০২৩গয়েশ্বরবিদায় দেওয়ার বছরসরকারকে