যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন সাঈদও!

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

নিউজ ডেস্কঃ সম্প্রতি দেশে ফিরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরখাস্ত কাউন্সিলর এ কে এম মোমিনুল হক সাঈদ। ফিরেই এরই মধ্যে সিটি নির্বাচনের প্রচারে নেমেছেন তিনি। তিনি এবার ডিএসসিসি নির্বাচনে অংশগ্রহণ করছেন।এরই মধ্যে সাঈদকে প্রতীক বরাদ্দও দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডিএসসিসির নয় নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে দাঁড়ানো সাঈদের প্রতীক লাটিম।এর আগে, ক্যাসিনো কাণ্ডে বহুদিন দেশের বাইরে ছিলেন সাঈদ। তবে হঠাৎ দেশে ফিরে আসাই দলের-বাইরের অনেকেই অবাক হয়েছেন। হয়েছেন উচ্ছ্বাসও।এদিকে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে এ কে এম মোমিনুল হক সাঈদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তারা হলেন- মো. মোবারক হোসেন ও মো. মিজানুর রহমান রানা।শনিবার বিকালে রাজধানীর মতিঝিল এলাকার দিলকুশার ইউনুস সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

এরপর থেকে গুঞ্জন উঠেছে, যেকোনও সময় গ্রেপ্তার হতে পারেন কাউন্সিলর সাইদও। তবে আদৌ কী তিনি গ্রেপ্তার হবেন না নির্বাচনে লড়বেন তা নিয়ে এখনো কোন সুনির্দিষ্ট তথ্য মিলেনি। তার গ্রেপ্তারের বিষয়টি শুধু গুঞ্জনে ভারী হয়ে উঠেছে।এদিকে কাউন্সিলর সাঈদের দুই সহযোগী গ্রেপ্তারের ঘটনায় জানা গেছে, মোবারক ও মিজানুরকে ব্যবসায়ী মো. মিজান মিয়ার কাছ থেকে চাঁদার টাকা আদায়ের সময় হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ‘চাঁদাবাজির’ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত, গেল বছরের (২০১৯) ১৮ সেপ্টেম্বর র‍্যাব ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করলে সাঈদ আত্মগোপনে চলে যান। প্রায় তিন মাস পর গত ২৬ ডিসেম্বর আবারো ঢাকায় ফিরেন তিনি।

বিদেশে থাকার সময়ই পুলিশের বিশেষ শাখা (এসবি) তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। মতিঝিল-ফকিরাপুল-দৈনিক বাংলা এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে রহস্যমানব হিসেবে পরিচিত মমিনুল হক সাঈদ।তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। এছাড়া ওয়ান্ডারার্স ক্লাব পরিচালিত হতো সাঈদের নেতৃত্বে।